
(ময়মনসিংহ উত্তর প্রতিনিধি) শেরপুরের নকলায় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিককে কথিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেয়ার প্রতিবাদে ইউএনও এবং এসিল্যান্ডের শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৮ মার্চ) বিকালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানা তথ্য অধিকার আইনের আওতায় তথ্য চাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয়ার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ সমাবেশে দেশ রূপান্তরের সাংবাদিক শফিউজ্জামান রানার নি:শর্ত মুক্তি ও ক্ষমতার অপব্যবহার-প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে নকলার উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভ মিছিল শেষে ধানমহালস্থ কৃষ্ণচূড়া চত্বরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ম. নূরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক মো. রইছ উদ্দিন, প্রেসক্লাবের সদস্য আরিফ আহমেদ, ওবায়দুর রহমান, গৌরীপুর বিএমএসএফের সহ-সভাপতি মো. আব্দুল কাদির, প্রাবন্ধিক সেলিম আল রাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, প্রচার ও দপ্তর সম্পাদক সুমন এস, অর্থ সম্পাদক শামীম আলভী, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম নিকেল, কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন সরকার, শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, শামীম আনোয়ার, দেলোয়ার হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক রানার নি:শর্ত মুক্তির দাবিসহ উপজেলা ও এ্যাসিল্যান্ডের শাস্তির দাবি করেন। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা তথ্য চাইবে তাই বলে কি তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল দিতে হবে? এটা রাষ্ট্রের কোন আইনে আছে,জানতে চান নেতৃবৃন্দ।





























