
মোঃ মাহবুবুর রহমান রানা সাটুরিয়া প্রতিনিধি মানিকগঞ্জের সাটুরিয়ায়‘খামারি’মোবাইল অ্যাপের কার্যকারিতা যাচাইয়ে উচ্চ ফলনশীল বোরো ধানের প্রদর্শনী ট্রায়ালের (ব্রি ধান ৮৯) ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধূল্যা ভূবন মোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।কৃষি গবেষণা কাউন্সিল ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃআহসানুল বাসারের সভাপতিত্বে মাঠ দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ডঃ শেখ মোহাম্মদ বখতিয়ার।এ সময় তিনি বলেন,‘খামারি’মোবাইল অ্যাপ এখন কৃষকের বন্ধু।এই অ্যাপ ব্যবহারের মাধ্যমে খরচ কমবে ও ফসলের উৎপাদন বাড়বে। কারণ এ অ্যাপের মাধ্যমে মাটির গুণগত মান,মাটিতে কোন ধান বপন করলে ফলন ভালো হবে এবং কী পরিমাণ সার দিতে হবে তা জানা যাবে।এ অ্যাপের মাধ্যমে আবহাওয়া সম্পর্কেও ধারণা লাভ করতে পারবে কৃষক।এ ছাড়াও কৃষি বান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে অধিক ফসল উৎপাদনে কৃষকদের প্রতিনিয়ত সহায়তা করে যাচ্ছেন ।কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ এর অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) ডঃ মোছাঃ মমতাজ সুলতানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি ঢাকার মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,খামারবাড়ি ঢাকার পরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী,সাটুরিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা শান্তা রহমান প্রমুখ।এ সময় সাটুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন,সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু,জেলা পরিষদের সদস্য রাজ্জাক হোসেন রাজ,উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী,উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় চার শতাধিক কৃষক-কৃষাণিরা উপস্থিত ছিলেন।





























