
মো: ফজলুল করিম শেরপুর
জেলা প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের পূর্ব সুলতানপুর গ্রামে রাস্তা নির্মাণের বিরোধের জের ধরে রহুল আমিন ভুট্টো (৩০) কে একই এলাকার মিজান (৩১) নামে এক যুবক মাথায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেছে। ভুক্তভোগী রুহুল আমিনকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারী বিকেল তিনটায় মির্জাপুর থেকে পূর্ব সুলতানপুরগামী রাস্তার নির্মাণ কাজ চলাকালে পূর্ব সুলতানপুর এলাকায় মিজানের সাথে ভুট্টোর কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্ত মিজান এ হামলা করে।
এব্যাপারে ওই যুবকের বাবা মো: রমজান আলী (৬৫) বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন।
মামলার বাদী মো: রমজান আলী বলেন, "রাস্তায় খনন কাজ চলছে। সীমানা নির্ধারণ নিয়ে মিজানের সাথে আমার ছেলের কথা কাটাকাটি হলে মিজান ক্ষিপ্ত হয়ে হামলা করে। আমার ছেলের আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। "
এদিকে ওই ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে।
মামলার বিষয়ে জানতে চেয়ে শেরপুর সদর থানার ওসি মোঃ এমদাদুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনা অবগত হয়ে আমরা তাৎক্ষণিক ঐ এলাকায় ফোর্স প্রেরণ করি। ঘটনা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।





























