
ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের অমৃতা এলাকায় অমৃতা ইন্দিলপুর দারুল উলুম হাফেজিয়া মাদরাসা সংলগ্ন মসজিদের পুকুরে ড্রেজার বসিয়ে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় শ্রীবরদী উপজেলা প্রশাসনের এক অভিযানে আনুমানিক ১৮ লক্ষ টাকা মুল্যের অবৈধ বালু জব্দ করা হয়েছে।
আজ ২৪ জুন সোমবার সকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজুয়ান ইফতেকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ ভাবে উত্তোলিত আনুমানিক ১৮ লক্ষ টাকা মূল্যের বালু ও দুটি ড্রেজার মেশিন জব্দ করে তা স্থানীয় গড়জরিপা ইউপি চেয়ারম্যান এম এ জলিলের জিম্মায় রাখা হয়েছে।
অভিযানের খবর পেয়ে ভূমিখেকোরা ড্রেজার মেশিন রেখে পালিয়ে যায়।
এসময় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, মাদরাসার সভাপতি নূর হোসেন মাস্টার ও সেক্রেটারী মানিক মিয়া এই বালু উত্তোলনের সাথে জড়িত। তারা এই বালু তুলে ফারুক মেম্বারের ভাটায় বিক্রি করে দিয়েছে।
এব্যাপারে সভাপতি নূর হোসেন মাস্টারের সাথে কথা বললে তিনি বলেন, আমি কমিটির সবার সাথে কথা বলে অল্প বালু তোলার কথা বলেছিলাম। গভীর গর্ত করে বালু তোলার কথা আমি জানি না।
বিষয়টি নিয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সঙ্গে কথা বললে তিনি জানান,বিষয়টি আমরা অবগত হয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেছি। ভবিষ্যৎ এ অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।
এব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সঙ্গে কথা বললে তিনি জানান,বিষয়টি আমরা অবগত হয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেছি।



































