
।
আব্দুল গফুর, নন্দিগ্রাম বগুড়া।
বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তার তত্ত্বাবধানে আন্তর্জাতিক দাতা সংস্থা হল্যান্ড AHS এবং দোস্ত এইড–এর সহযোগিতায় কাহালু ও নন্দীগ্রাম উপজেলার ৬০০টি পরিবারের মাঝে ১৫ দিনের খাবার সামগ্রী বিতরণ করা হয়।
কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি বলেন—
“মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের প্রকৃত পরিচয়। শুধু কথায় নয়, বাস্তব কাজের মাধ্যমেই আমরা বগুড়া-৪ আসনের জনগণের আস্থা অর্জন করতে চাই ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, সমাজের অসহায়, গরিব ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এই ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবাই ড. ফয়সাল পারভেজের এই জনকল্যাণমূলক প্রয়াসকে স্বাগত জানান।
শেষে দোয়া পরিচালনা করা হয়—
"গরিব-দুঃখী মানুষের ভালোবাসা নিয়ে পথ চলার এই ধারাবাহিকতায় ড. মোস্তফা ফয়সাল পারভেজকে আল্লাহ তায়ালা বগুড়া-৪ কাহালু–নন্দীগ্রামের মানুষের জন্য কবুল করুন, আমীন।"





























