
মাসুদ রানা: সুজানগর
রোববার (০৯জুন ) সকালে টিআর কর্মসূচির অর্থায়নে গাজনার বিলের কচুরিপানা অপসারণ করা হচ্ছে । এসময় সুজানগর নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবদুল ওহাব উপজেলার ভায়না ইউনিয়নের মতিয়ার বিল এলাকার ক্যানেল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে ওই কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রাফিউল ইসলাম, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, গাজনার বিলের কৃষক ও স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী এ সময় উপস্থিত ছিলেন।
এই কচুরিপানা অপসারণ হলে বিলগাজনার হাজার হাজার কৃষক উপকৃত পাবে এবং পোঁয়াজ মৌসুমে জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে।





























