
হরিরামপুর উপজেলার সুলতানপুর গ্রামে আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।সুলতানপুর গ্রামের কদম ফকিরের মোড়ে আজ ১৬ জুন ২০২৪ বিকাল ৫ :০০ টায়
১০০ জন অসহায় ও দরিদ্রের মাঝে জনপ্রতি ৫০০ গ্রাম তেল, ১ কেজি সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১ কেজি মসুরমডাল ও ১ টি সাবান বিতরণ করা হয়"এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়" কবিতার পঙ্তির মাধ্যমে মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার জানান এ ফাউন্ডেশনটির জন্ম ১৩ জুন ২০২৪। বলতে গেলে আতুঘরেই আছে আস্থা ফাউন্ডেশন। তবে এ আতুর ঘড় থেকেই যে ফাউন্ডেশন ভাল কাজ শুরু করেছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সুলতানপুর যুব সমাজের উদ্যোগে এ ফাউন্ডেশনের প্রতিটি ভাল কাজের সাথে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।এ বিষয়ে সুলতানপুর গ্রামের মাসুদ খান জানান, মানুষের কল্যাণে সবসময় স্লোগানে আস্থা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। এটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র কয়েকদিন পূর্বে এ ফাউন্ডেশনটি সুলতানপুর গ্রামের যুবকদের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়। তিনি আরো জানান, অসহায় ও গরীব ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় সহায়তা, কন্যাদ্বায়গ্রস্থ পিতার পাশে দাড়ানো, বৃক্ষ রোপনসহ সামাজিক নানাবিধ কর্মকান্ডে সহযোগীতার উদ্দেশে এ ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করা হয়।































