
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগরে টাঙ্গুয়ার হাওরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৩ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কোনাজাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা ।
জানা যায়, টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি বড় কোনাজাল ও ৯টি কারেন্ট জাল জব্দ করা হয়।এছাড়া সরকারি ঘোষিত নিষিদ্ধ জাল ব্যবহার করে মৎস্য শিকারের অপরাধে ২ টি মামলায় দুই ব্যাক্তিকে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন,এসআই তপন দাস প্রমুখ।
ইউএনও অতীশ দর্শী চাকমা বলেন, এ ধরনের অভিযান চলমান থাকবে।





























