
আহম্মদ কবির স্টাফ রিপোর্টারঃসুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪জুন)মঙ্গলবার সকাল ১১ঘটিকায় মধ্যনগর থানা পুলিশের আয়োজনে, মধ্যনগর থানা ক্যাম্পাসে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার(ধর্মপাশা সার্কেল)আলী ফরিদ আহমেদ,সহকারী পুলিশ সুপার(তাহিরপুর সার্কেল)নাজিম উদ্দিন,মধ্যনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন,মধ্যনগর থানা পুলিশের পুলিশ পরিদর্শক(তদন্ত)মোরশেদ আলম,এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনের ডিউটিতে নিয়োজিত সকল।অফিসার ফোর্স ও আনসার বাহিনীর সদস্যগণ।
উক্ত ব্রিফিং প্যারেডে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সব অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে জানানো হয় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।এছাড়াও বিশেষ কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এসময় নির্বাচনী ডিউটিতে নিয়োজিত পুলিশ অফিসার ফোর্সদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে ব্রিফিংয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য যে আসন্ন ৫জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে ২৭টি কেন্দ্রে ৭৩হাজার ১৫১জন ভোট প্রদান করবেন।
এর বিপরীতে চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ,ভাইস চেয়ারম্যান পদে ৭জন প্রতিদ্বন্দ্বিতা করছেন , মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।





























