
আহম্মদ কবির,স্টাফ রিপোর্টার তাহিরপুরঃভোটে জিতে নির্বাচনের পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে মানুষের দ্বারেদ্বারে ঘুরছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন।নির্বাচনের পরেরদিন থেকে অদ্যাবধি উপজেলার হাটবাজার রাস্তাঘাট ও গ্রামে গ্রামে ঘুরে তিনি বিজয়ী শুভেচ্ছা বিনিময় করছেন এলাকার ভোটার ও রাজনৈতিক নেতাদের সাথে।
গতকাল (২৪মে)শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মী সমর্থকসহ ভোটারদের সাথে বিজয়ী শুভেচ্ছা বিনিময়ের সময় বুকে জড়িয়ে এই বিজয়ের ভাগাভাগি করতে দেখাযায়। এছাড়াও তিনি সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার ও উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আপ্তাব উদ্দিন এর সাথেও বিজয়ী শুভেচ্ছা বিনিময় করতে দেখাযায়।উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ছিলানী তাহিরপুর গ্রামের বাসিন্দা সাফাকুল ইসলাম আফজাল বলেন আলমগীর খোকন ভাই সাদা মনের মানুষ, রাস্তাঘাটে দেখা হলেই কুশল বিনিময় করেন, এছাড়া উপজেলায় যে কেউ যে কোন কাজের জন্য গেলে উনি সহযোগিতা করেন।নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বিগত কয়েক বছর ধরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি,এতে দলীয় নেতা-কর্মীসহ উপজেলার যে কোন মানুষ উপজেলায় যে কোন কাজে আসলে আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে আসছি।সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলাবাসি দদলমত নির্বিশেষে আমাকে ভালবেসে বিপুল ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন। আমি তাদের এই ভালবাসার ঋণ কি করে সুদ করবো।আমি যতোদিন বেচে থাকবো তাদের খেদমত করে যাবো। তিনি আরও বলেন ভোটের সময় সময়ের অভাবে হয়তোবা আমি সবার কাছে যেতে পারিনি। তবুও আমাকে সম্মানিত ভোটারগন যে ভালবাসা দেখিয়েছেন। তাই তাদের কাছে গিয়ে এই বিজয়ের ভাগাভাগি করতে চাই।তাই আমি নির্বাচনের পরেরদিন থেকে বেড়িয়ে গেছি মানুষের দ্বারেদ্বারে।





























