
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকার নুরুল ইসলামের পুত্র মুহাম্মদ তৌহিদুল ইসলাম রাকিব (২৫) রাঙ্গুনিয়া থেকে বন্ধুদের সাথে মোটরসাইকেলে চড়ে কক্সবাজার বেড়াতে যান ফেরার পথে দোহাজারী এলাকায় গুরুতর আহত হয়েছিলেন রাকিব। দীর্ঘ ১২ দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে ইন্তেকাল করেন তিনি।
নিহত রাকিবের চাচাতো ভাই মাহিন জানান- আমার চাচাতো ভাই রাকিব তার বন্ধুদের সাথে মোটরসাইকেল যোগে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে দোহাজারী এলাকায় এলে দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা মারে। এতে বাইকের পেছনে বসা রাকিব পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন, তবে অক্ষত রয়েছেন বাইক চালক যুবক। রাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে ১২ দিন ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে মারা যায়।
নিহত রাকিব পরিবারে ২ ভাইয়ের মধ্যে ছোট ছেলে ছিল । তিনি ও তার বড় ভাই আরিফসহ সরফভাটা ক্ষেত্রবাজার এলাকায় একটি মোবাইলের দোকানে এক সাথে কাজ করতেন। তার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন। এদিকে রাকিবের এমন মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।





























