
সকেল হোসেন, স্টাফ রির্পোটারঃ
জয়পুরহাটের আক্কেলপুরে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্য সদস্য রইদুল আলম নামের একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর রেল স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে । এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার তিলকপুর ও সোনামুখী ইউনিয়নের পাশাপাশি কাদোয়া ও গণিপুর জাফরপুর মাঠ থেকে ৮টি গভীর নলকূপের বৈদ্যুতিক মিটার চুরি হয়েছিল।
গ্রেপ্তার হওয়া রইদুল আলম (৪৫) দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ৮টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় উপজেলার জাফরপুর গ্রামের গভীর নলকূপ মালিক আবু সালেক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থানা পুলিশ রাতেই বিশেষ অভিযান পরিচালনা করে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় সদস্য রইদুল আলমকে গ্রেপ্তার করে। তবে তার কাছে থেকে চুরি হওয়া কোন মামালাল উদ্ধার যায়নি। সে মিটার চুরির বিষয়ে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে থানা পুলিশকে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন হোসেন বলেন, মামলার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, মাদকসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মিটার চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত আছে।





























