
তপন চক্রবর্তী
বিশেষ প্রতিনিধি
বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে চিং মং উইন মারমা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ মার্চ) দুপুরে উজানী পাড়া পলিকুম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চিং মং উইন মারমা (১৫) মধ্যম পাড়ার জমজম গলি এলাকার কোকোচিং মারমা ছেলে।
মৃত কিশোরের বাবা জানান, গতকাল থেকে বন্ধুদের সাথে নদীতে গোসল করার জন্য পরিকল্পনা করে আসছিলো। মানা করার পর সে দুপুর ১১টা নাগাদ ঘরেই ছিল। কখন চোখের আড়ালে বেড়িয়ে পড়ল টের পায়নি পরিবারের কেউই। কিছুক্ষণ পর মুঠোফোনে একজন জানায় ছেলে একজন পানিতে ডুবে গেছে। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলে ডুবে গেছে।
এরপর এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের টানা ১ ঘন্টা চেষ্টা চালিয়ে এক পর্যায়ে ভাসমান অবস্থায় পানি থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বান্দরবান ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ বলেন, খবর পাওয়া সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সদর হাসপাতালে আবাসিক ডা. এসএম আসাদুল্লাহ বলেন, আজ সাড়ে তিনটার দিকে পানিতে ডুবে মৃত এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসে।





























