
জয়পুরহাট প্রতিনিধিঃ
রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে পুলিশ পদক পেলেন জয়পুরহাট পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম । এবার বিপিএম (সেবা) পদক লাভ করেছেন তিনি। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে ‘বিপিএম-সেবা’ পদক পরিয়ে দেন।
প্রতি বছর পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রীয়ভাবে তাঁদের বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)সেবা এর মাধ্যমে পুরস্কৃত করা হয়।
গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, টানা ১৪ বার ওয়ারেন্ট তামিলে তাহলে শ্রেষ্ঠ, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণে প্রশংসনীয় অবদান রাখায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নুরে আলম এবার বিপিএম (সেবা) পেয়েছেন। নূরে আলম তাঁর কর্মদক্ষতার জন্য এর আগে ২০২৩ সালে পুলিশের ওয়ারেন্ট তামিলে একাধিকবার পুরস্কার লাভ করেছেন।
উল্লেখ্য, ২০০৬ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন । প্রথমে রাঙ্গামাটি সদর সার্কেল, কলাপাড়া সার্কেল পটুয়াখালী, শিবালয় সার্কেল মানিকগঞ্জ, সহকারী পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ, ময়মনসিংহ জেলা ও নারায়ণগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।পরে পুলিশ সুপার হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি-ডিবি এবং বর্তমানে পুলিশ সুপার হিসেবে জয়পুরহাট জেলায় কর্মরত আছেন। যার দক্ষতা ও সাহসিকতা দিয়ে বদলে গেছে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি। মাদকের বিরুদ্ধে ঘোষণা করেন জিরো টলারেন্স নীতি। তার নেতৃত্বে টানা ৮ মাস সারাদেশের মধ্যে ওয়ারেন্ট তামিলে জয়পুরহাট জেলা প্রথম স্থান অধিকার করে চলেছে।একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের পুলিশ কর্মকর্তা হিসেবেও তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। মোহাম্মদ নুরে আলম , বিপিএম ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার গর্বিত সন্তান।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম জানান, জয়পুরহাট জেলা পুলিশ সবসময় পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং সবসময় করবে। ছোট জেলা হিসেবে অন্য জেলাগুলোর সাথে প্রতিযোগিতার মাধ্যমে এই অর্জন জয়পুরহাট জেলার জন্য বিরাট সম্মানের। জেলার সকল পুলিশ অফিসার ও ফোর্সরা আন্তরিকভাবে কাজ করেছেন বলেই এ অর্জন সম্ভব হয়েছে।







































