
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ব্যক্তির ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (১৩ মে) দুপুরে পাকুন্দিয়া বাজারের মোরগ মহালের একটি প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী ফকির আলমগীর। ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগী ফকির আলমগীর।ভুক্তভোগী ফকির আলমগীর পৌরসভার মধ্যপাকুন্দিয়া গ্রামের বাসিন্দা। পৌর সদরের মৌসুমী সিনেমা হল সংলগ্ন তার একটি ওষুধের দোকান রয়েছে।সংবাদ সম্মেলনে ফকির আলমগীর বলেন, পাওনা টাকা চাওয়ার জেরে প্রতিপক্ষের হাসান তারেক, আজহারসহ আরও ৫-৬জন ক্ষিপ্ত হয়ে রোববার রাত ১০টার দিকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় তারা আমাকে মারধরসহ দোকানের জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। এছাড়াও হামলাকারীরা দোকানে থাকা নগদ অর্থও নিয়ে যায়। ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নিলে পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি-ধামকি দেয়। আমি প্রশাসনের কাছে সুবিচার চেয়ে লিখিত অভিযোগ করেছি।অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাই তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসাদুজ্জামান টিটু বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





























