
স্টাফ রিপোর্টার ভোলা।
ভোলার চরফ্যাশনে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড চৌকিদার খাল বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়।নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়েত ইসলাম দুলার হাট থানা শাখার সভাপতি মাওলানা সিরাজ।এসময় দুলার হাট জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ও আহম্মদপুর ৭ নম্বর ওয়ার্ড চৌকিদার খাল ঈদগাহ মসজিদের ইমাম আলাউদ্দিন আল আজাদ সহ স্থানীয় ধর্মুমপ্রান মুসল্লিগণ এ নামাজে অংশ নেন।নামাজে অংশ নেওয়া মুসল্লি মো. শুভ ইসলাম বলেন, আমরা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি।কয়েক দিনের টানা তাপদাহে পুড়ছে সারা দেশ। আর এই তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় করা হয়।নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।এছাড়াও বৃষ্টির জন্য উপজেলার দুলারহাট ফাজিল মাদ্রাসা মাঠ সহ বিভিন্ন স্থানে এ নামাজ আদায় করেছেন মুসল্লীরা।




































