
জিয়াউল হক পিন্টু, দাগনভূঞা প্রতিনিধি:
পবিত্র রমজান মাসে রমজানের মহত্ত্ব এবং পরস্পরের প্রতি সহমর্মিতা ও ভাতৃত্ববোধ ছড়িয়ে দিতে বাংলাদেশ শিক্ষক সমিতি দাগনভূঞা উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষক সমিতির কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে দেশ ও শিক্ষাক সমিতির সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বদর নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা জামাল উদ্দিন।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুল আউয়াল স্বপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনায়েত উল্যাহ, দাগনভূঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, রামনগর খাজা মাঈন উদ্দিন চিশতি রাঃ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ, দুধমুখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তাজ উদ্দিন, দক্ষিণ নেয়াজপুর মকবুল আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈন উদ্দিন চৌধুরী
সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন,সিন্দুরপুর খাজা আহমেদ উচ্চ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন ও সুজাতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, রিপোর্টার্স ইউনিটির কোষাধক্ষ জিয়াউল হক পিন্টু প্রমুখ এছাড়াও শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।





























