
ময়মনসিংহ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। রোববার (৩১ মার্চ) সকাল আটটার দিকে একই সময়ে এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই ভাই-বোন নিহত হয়েছেন। আর টাঙ্গাইলে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারিয়েছেন চালকসহ দুইজন।
ময়মনসিংহ প্রতিনিধি জানান, সকাল আটটার দিকে তারাকান্দা উপজেলায় বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে ভাই-বোন।
শেরপুর-ময়মনসিংহ সড়কের তারাকান্দা দক্ষিণ বাজারের জামান ফিলিং স্টেশনের সামনের এই দুর্ঘটনায় আহত হয়েছেন স্বামী-স্ত্রীসহ তিনজন।
তারাকান্দা থানার ওসি ওয়াজেদ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নামপরিচয় জানা যায়নি। তবে নিহতরা ভাই-বোন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন।
অন্যদিকে একই সময়ে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন বলে আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন।
মহাসড়কের আশেকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম জানান, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কাভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হন। আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।





























