
আদনানুর রহমান, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনু্ষ্ঠিত হয়েছে। শনিবার বাদ যোহর হতে আসর পর্যন্ত সদর ইউনিয়নের মেনকী গ্রামের জালাল উদ্দিন (রহঃ) নূরানিয়া হাফিজিয়া আবাসিক মাদ্রাসায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ মাদ্রাসার আশে-পাশের হাফিজিয়া মাদ্রাসার প্রায় ৪০জন হেফজ শিক্ষার্থী অংশগ্রহণ করে।হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তেরী বাজার
বড মসজিদ দারুল উলুম আবাসিক মাদ্রাসার
নাজেরা বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ ক্বারী মোঃ ইব্রাহিম খলিল, সুসং সরকারি মহাবিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক
মাওলানা এ.কে.এম ওবায়দুল্লাহ,মেনকি মুহতামীম, জালাল উদ্দিন (রহঃ) নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসার সাবেক মুহতামীম
হাফেজ ক্বারী মহিউদ্দিন বিন জালাল।এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -হাফেজ মাওঃ মুফতি জহিরুল ইসলাম,নজরুল সঙ্গীতশিল্পী ডাঃ মোঃ কামরুল ইসলাম,সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার।হাফেজ মাওঃ বেলাল হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,জনপদ ও প্রকৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ।সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক জনপদ চৌধুরী বলেন-আমরা আমাদের আয়োজনের প্রতি বছরই চেষ্টা করবো, ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের অংশগ্রহণে কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই। ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রজীবনে দ্বীনি শিক্ষার মঙ্গলবার্তা ছড়িয়ে পড়ুক।প্রতিযোগিতা শেষে, প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনসহ অংশগ্রহণকারী হেফজ শিক্ষার্থীদেরকে পাগড়ি, টুপি,তসবি,সনদ ও স্মারকপাত্র প্রদান করা হয়। একই সাথে দেওয়া হয় পরিবেশবান্ধব বনজ গাছের চারা।





























