
সাদিয়াত হোসেন: কালিহাতী
টাঙ্গাইলের কালিহাতীতে ফযরের নামাজ পড়ে নিখোঁজের ৮ দিন পর বাহাজ উদ্দিন(৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে কালিহাতী থানা পুলিশ।
শনিবার(২০ এপ্রিল) বিকেলে উপজেলার বাংড়া ইউনিয়নের বাংড়া গ্রামের স্বগীয় মদন-বাবুর পুকুরের পাশে বাঁশ ঝাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
বাহাজ উদ্দিন কালিহাতী পৌরসভার কামার্থী গ্রামের মৃত সাহেব আলির ছেলে। তিনি বাংড়া ইউনিয়নের ধুনাইল গ্রামে বসবাস করতেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ফজরের নামাজ পড়ে নিখোঁজ হন বাহাজ উদ্দিন। ৮ দিন পর ২০ এপ্রিল বিকেলে বাংড়া ইউনিয়নের বাংড়া গ্রামের স্বগীয় মদন-বাবুর পুকুরের পাশে বাঁশ ঝাড়ে গরমে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে পরে সেখানে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
কালিহাতী থানার ওসি তদন্ত শেখ মনিরুজ্জামান মনির জানান, নিহত বাহাজ উদ্দিনের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাংগাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





























