
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ বর্নাঢ্য আয়োজনে টাংগাইলের ঘাটাইল উপজেলায় মঙ্গলবার সারাদেশের ন্যায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ পুষ্পস্তবক অর্পণ শহীদের আত্নার প্রতি মাগফিরাত কামনা দোয় মাহফিল অনুষ্ঠিত হয়।
সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। পরে সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি আধা-সরকারি বেসরকারি স্বায়ত্বশাসিত ভবন দোকান ও ব্যাক্তি মালিকানাধীন বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন।পরে ঘাটাইল জিবিজি সরকারী কলেজ মাঠ প্রাঙ্গণে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা শারিরীক কসরত ডিসপ্লে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদর্শন ব্যাজ পড়ানো ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নিবার্হী অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল ৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমানুর রহমান খান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা সুলতানা শিল্পী।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি কিশোর কুমার দাস, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন,উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হীরা, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মোঃ শাহজাহান, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ।





























