
মোঃ হেলাল তালুকদার, ঘাটাইল (টাঙ্গাইল)প্রতিনিধিঃ পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মবিরতির কারণে টাঙ্গাইলের ঘাটাইলে সড়কে তীব্র যানজট ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে এই যানজট নিরসনে ঘাটাইল ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে শিক্ষার্থীদের।বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে ঘাটাইলের কলেজ রোডে ট্রাফিকের দায়িত্বে ছিলেন স্কুল কলেজের শিক্ষার্থী। তারা রোদ, বৃষ্টি উপেক্ষা করে যানজট নিরসনে কাজ করছেন।এ সময় ছাত্রছাত্রীরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের হেলমেট পরে মোটরসাইকেল চালানোর অনুরোধ করেন।ঘাটাইলের ব্যবসায়ী ছানোয়ার হোসেন দৈনিক আলোকিত সকালকে বলেন, ছাত্রছাত্রীদের এমন ভূমিকায় সত্যিই মুগ্ধ হয়েছি।অটোরিকশাচালক মাসুদ মিয়া বলেন,ছাত্রছাত্রীরা সবাইকে শৃঙ্খলার মধ্যে চলতে বাধ্য করেছেন। তাদের সুন্দর ব্যবহারে সবাই খুব খুশি।অটোচালক জামাল হোসেন দৈনিক আলোকিত সকালকে বলেন,অনেকদিন পর শৃঙ্খলার মধ্যে অটো চালাতে পেরেছি। শিক্ষার্থীদের আচরণে আমি মুগ্ধ।ঘাটাইলে ট্রাফিকের দায়িত্বে থাকা ঘাটাইল সরকারি জি বি জি কলেজের শিক্ষার্থী নাহিদ দৈনিক আলোকিত সকালকে বলেন, ট্রাফিক পুলিশ নেই তাতে কী? আমরা এতদিন রাজপথে আন্দোলন করেছি। তাতে পরিবহন চালক ও জনসাধারণের দুর্ভোগ হয়েছে। আমরা এখন যানজট নিরসন ও দুর্ভোগ লাঘবে কাজ করছি।একই স্থানে দায়িত্ব পালনকারী ঘাটাইল সরকারি জি বি জি কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন দৈনিক আলোকিত সকালকে বলেন,আমাদের দেশ আমরা নতুন করে সাজাতে চাই। যতদিন ট্রাফিক পুলিশ কাজে না ফিরবে ততদিন আমরা সড়কে যানজট নিরসনে কাজ করব।





























