
ষ্টাফ রিপোর্টার
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির লাশ রাখা ঘরের সামনে নিহতদের স্বজনেরা। ছবি: আজকের পত্রিকামুন্সিগঞ্জের গজারিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে একই পরিবারের তিনজন নিহত ও দুজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বাউশিয়া এলাকার মানাবে ওয়াটার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কাদরা গ্রামের হোসেন আলী ব্যাপারীর ছেলে আলমগীর হোসেন (৫০) ও তাঁর ছোট ছেলে জহিরুল ইসলাম (৩০) এবং আলমগীরের মামি রাহেলা বেগম (৫০)। আহতরা হলেন আলমগীরের বড় ছেলে নজরুল ইসলাম (৩৫) ও প্রাইভেট কারের চালক ইব্রাহিম খলিল সুজন (৩২)। হতাহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির। তিনি বলেন, ‘মরদেহগুলো বর্তমানে পুলিশ ফাঁড়িতে রয়েছে। কাভার্ড ভ্যানটিকে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
হুমায়ুন কবির আরও বলেন, ‘গতকাল রাত দেড়টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বাউশিয়া মানাবে ওয়াটার পার্কের সামনে আসে। এ সময় পেছন থেকে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এ সময় প্রাইভেট কারটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। চালকসহ আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান ফায়ার সার্ভিসের কর্মীরা।’





























