
ওসমানীনগরের গলমুকাপন এলাকায় “ইউনাইটেড গলমুকাপন ট্রাস্ট” এর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বিকালে ঐ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি খালেদ আহমদ শিশ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুরহান মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- শেরপুর প্রেসক্লাবের সভাপতি, আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যন গয়াছ মিয়া, ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফ আহমদ, প্রথম পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুহেল আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহবুব আহমদ রুমন, শিক্ষক মোজাক্কির আহমদ নাজু সহ ট্রাস্টের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- আমরা বিগত ১৫ বছেররও বেশি সময় যে স্বৈরাচারী দুঃশাসন ও আগ্রাসনে লাঞ্ছিত-বঞ্চিত এবং নিপিড়ীত ছিলাম তা থেকে আমাদের গর্বিত ও ত্যাগী ছাত্রসমাজ লাগাদার মাসব্যাপী রক্তাক্ত ও শহীদী আন্দোলনের মাধ্যমে দেশকে স্বাধীন করে বিজয় ছিনিয়ে এনেছেন। দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বক্তারা আরও বলেন- যদি এই ছাত্র সমাজের কাছে বাংলাদেশের দায়িত্বভার থাকে তাহলে নিশ্চিত ভাবে বাংলাদেশ একটি গৌরবময় ও সমৃদ্ধ বাংলাদেশে দিকে অগ্রসর হবে।
মাহফিরের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন- ট্রাস্টের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হাই ফয়ছল। শেষে হাফিজ মাওলানা কবির আহমদ এর মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
উল্লেখ্য, “ইউনাইটেড গলমুকাপন ট্রাস্ট” এটি ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামের বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠাতা সভাপতি আছাদ আহমদ ছাদ এবং বিশিষ্ট গুণী ও কর্ণধার এমএস আহমদ মধু (দুঃশাসন ও আগ্রাসন বিরোধী আন্দোলন-বাংলাদেশ এর সভাপতি) এর হাতেগড়া এই সামাজিক সংগঠন।
#আলোকিত সকাল/ মোঃ ফাহাদ আহমদ





























