
মোঃ রায়হান মাহামুদ, কালীগঞ্জ(গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে ২২ শে এপ্রিল সোমবার স্থানীয় সাংবাদিকেদের সাথে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত ইউএনওর মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনও এস.এম ইমাম রাজী টুলু বিদায়ী ইউএনও মোঃ আজিজুর রহমান এর স্থলাভিষিক্ত হলেন। গত মঙ্গলবার (১৬ এপ্রিল) প্রথম কর্মদিবসের মধ্যদিয়ে তিনি অফিসিয়াল কার্যক্রম শুরু করেন।
বিসিএস ৩৪ তম ব্যাচের কর্মকর্তা এস.এম ইমাম রাজী টুলু সর্বশেষ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মুকসুদপুর উপজেলায় দায়িত্ব পালন করেন। তিনি ২০২২ সালের ৫ ডিসেম্বর মুকসুদপুর যোগদান করেছিলেন।
তিনি এর আগে ২০২১ সালের ২৯ জুন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদায় পদোন্নতি পান। পরবর্তীতে ৪ জুলাই ফরিদপুরের রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয়।
এছাড়া তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মুন্সিগঞ্জের গজারিয়া ও জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
মতবিনিময় সভায় কালীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বাল্য বিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, অবৈধ ভাবে নদী, বিভিন্ন কৃষি ও টেকটিলা থেকে মাটিকাটা, বালি উত্তোলন, সহ বিভিন্ন বাজারে অবৈধ স্থাপনা, সরকারি পুকুর ও খাস জমি উদ্ধার সহ বিভিন্ন সমস্যা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়।
ইউএনও এস.এম ইমাম রাজী টুলু জানান, আমি সরকারের একজন কর্মকর্তা হিসেবে এ উপজেলায় যোগদান করেছি। সরকারি সম্পদ রক্ষা ও সরকারি নিয়ম মেনে চলাই আমার একমাত্র কাজ। কালীগঞ্জের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে যথা সম্ভব পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মত বিনিময় সভায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহন করেন।





























