
সাদিয়াত হোসেন:
আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের নির্বাচনে ১১জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং অফিসার।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার জিয়াউল ইসলাম চৌধুরি।
উপজেলা চেয়ারম্যান পদে তারা হলেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আনসার আলী বিকম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন মোল্লা, করটিয়া সরকারি সাদত বিশ্ববিদ্যালয় সাবেক ভিপি ও কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী,বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতা।
ভাইস চেয়ারম্যান পদে ৫জন তারা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান মো.আক্তারুজ্জামান,বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারণী ফোরাম চেয়ারম্যান মো.আব্দুল্ল্যাহ সরকার (মাস্টার),উপজেলা আওয়ামী লীগের ড় ক্রীড়া সম্পাদক মো.মাহমুদুল হাসান দিপুল,মো.জমির উদ্দিন আমিরি,মো.আব্দুল বারেক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন,তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রিনা পারভীন, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা আক্তার বৃষ্টির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।




































