
আরিফ রিপন
লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযানে ২০ বোতল ফেনসিডিল সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
জানা গেছে, (২৪ মার্চ) রাত আনুমানিক ১০.৩০ ঘটিকায় লালমনিরহাট সদর উপজেলাধীন মহেন্দ্রনগর নিজ পাড়া এলাকার লিমন ফিলিং স্টেশন এর পাশে লালমনিরহাট রংপুর মহাসড়কের উপর থেকে মোঃ শাহিন মিয়া (১৯) নামে ওই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
আটক শাহিন মিয়া আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দীঘলটারী গ্রামের মৃত- বাবলু মিয়ার ছেলে বলে পুলিশ জানায়।
উক্ত অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ ফেরদৌস সরকার ও সঙ্গীয় ফোর্সগণ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে বলে ডিবি পুলিশ সূত্র জানায়।





























