
মোঃ রাশেদুল ইসলাম (জামালপুর)
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের বিনোদটঙ্গীতে অবস্থিত বিনোদটঙ্গী - ঘুঘুমারি- নলছিয়া - মমেনাবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নিয়ম বহির্ভূতভাবে গোপনে করার পায়তারার অভিযোগ উঠেছে মাদ্রাসাটির সুপার মোঃ আলাল উদ্দিনের বিরুদ্ধে।
এ বিষয়ে গত ২৭-০২-২০২৪ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা
বরাবর এলাকাবাসী,অভিভাবক,দাতা সদস্য ও ভোটারের পক্ষে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। সেই অভিযোগের কোন ব্যবস্থা না হওয়ায় পুনরায় ১০-০৬-২৪ তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সুত্রে জানা গেছে,মাদ্রাসাটির সুপার মোঃ আলাল উদ্দিন ও বহিরাগত কতিপয়দের যোগসাজশে মাদ্রাসাটির অভিভাবক,দাতা সদস্য ও ভোটারদের কাউকে না অবহিত করে নিয়ম বহির্ভূতভাবে নিজেদের আত্মীয় স্বজনদের নিয়ে গোপনীয়ভাবে ম্যানেজিং কমিটি গঠন করে মাদ্রাসা পরিচালনা করতো। মাদ্রাসার সুপার মোঃ আলাল উদ্দিন এলাকার একজন অযোগ্য ব্যক্তিকে গোপনীয়ভাবে সভাপতি নির্বাচিত করার পায়তারা করছেন। যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ওই মাদ্রাসার সাবেক সভাপতি গোলাম মোস্তাকিম এলএমজি বলেন,মাদ্রাসার সুপার মোঃ আলাল উদ্দিন নিয়মের তোয়াক্কা না করে একজন অযোগ্য ব্যক্তিকে গোপনীয়ভাবে সভাপতি করার পায়তারা করছেন। ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ সকলের প্রত্যাশিত একটি ম্যানেজিং কমিটি যেন গঠন হয়। অভিযোগের বিষয়ে মাদ্রাসার অভিযুক্ত সুপার মোঃ আলাল উদ্দিন বলেন,একটি এডহক কমিটি করা হয়েছে। মূল কমিটি এখনো করা হয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন,এ বিষয়ে অনেকদিন আগেই একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তিনি তা দেননি। বিষয়টি নিয়ে আজকে ওই কর্মকর্তাকে ডেকে পাঠালে জানা যায় তিনি সম্প্রতি ট্রেনিংয়ে গেছেন। অভিযোগের বিষয়টিতে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।





























