
ইসরাফিল ইসলাম
মান্দা নওগাঁ প্রতিনিধি।
নওগাঁর মান্দা উপজেলায় তিনবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির প্রবীণ নেতা শামসুল আলম প্রামাণিকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মাকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মতিন।
এ সময় বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন টুকু, নওফেল আলী মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও সেলিম মুর্শেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম বাদল, এডভোকেট কুমার বিশ্বজিৎ, সহ-সাংগঠনিক সম্পাদক হুদা রেজাউন নবী, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ডি এম মালেক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম দুলাল প্রমূখ।
বক্তারা বলেন, শামসুল আলম প্রামাণিক ছিলেন মান্দার গণমানুষের নেতা। তিনবারের সংসদ সদস্য হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সততা, ত্যাগ ও রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয়।
অনুষ্ঠান শেষে মরহুম শামসুল আলম প্রামাণিকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


























