
এম.আই তৌহিদ ব্যুরো প্রধান চট্টগ্রাম:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদিকা বেগম ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সারাদেশে উন্নয়ন করছেন। যাতে সকল জনগণ উন্নয়নের সুফল ভোগ করতে পারে। আনোয়ারা পারকি সমুদ্র সৈকতকে ঘিরেও মাস্টার প্ল্যান হচ্ছে। পাল্টে যাবে পারকি সমুদ্র সৈকতের চিত্র। আপনাদের দাবির কথা শুনেছি। আমি চেষ্টা করবো পারকিতে স্নানের জন্য একটা জায়গা বরাদ্দ দেওয়ার।
তিনি আরও বলেন, বিভিন্ন ধর্মালম্বীরা শান্তিপূর্ণ সহবস্থায় থাকা এটা বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য। মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে শিখিয়েছেন।
শনিবার (০৬ এপ্রিল) বেলা ১২টায় আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে বারুনী স্নান উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থপ্রতিমন্ত্রী এসব কথা বলেন।
এসময় সচিব দেব নাথের সঞ্চালনায়, কল্লোল সেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. নাসির উদ্দীন মাহমুদ, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কাজী মুজাম্মেল হক, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাগর মিত্র নাজিম উদ্দীন, শহিদুল ইসলাম শহিদ, আজিজুল হক, আবুল বশর, অহিদুল ইসলাম অহিদ, তৌহিদুল ইসলাম, ডা. সন্তোষ কুমার দে, সৌরভ চৌধুরী, সরদার ঠাকুর জলদাস, প্রদীপ দত্ত কনক প্রমুখ উপস্থিত ছিলেন।





























