
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন
নির্বাচনী কার্যালয়টি প্রার্থীর সমর্থিত নেতা কর্মীদের সাথে নিয়ে দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।তিনি কাপ পিরিচ প্রতীকে নির্বাচন করছেন।এর পূর্বে একটি বিশাল মিছিল সারা বাজার প্রদক্ষিণ করে নির্বাচনী কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় বক্তব্য দেন, চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মহিবুল কিবরিয়া, মাসুকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য যে, আগামী ৫ জুন মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।





























