
নিজস্ব প্রতিবেদক :
দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে অগ্নিসংযোগসহ মন্দিরে হামলা ও লুটপাটে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবিতে সুনামগঞ্জের মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা মন্দির ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদে মধ্যনগরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ আগস্ট) উপজেলার সম্মিলিত সনাতনী সমাজ মধ্যনগর ব্যানারে বিভিন্ন গ্ৰামের হিন্দু সম্প্রদায়ের লোকজন সকাল থেকে ৮২গ্ৰাম সমন্বিত মধ্যনগর জগন্নাথ জিউর মন্দিরে একত্রিত হয়। তারপর মন্দির থেকে একটি প্রতিবাদ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশের রুপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন আমাদের মধ্যনগর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা। এখানে কোন মন্দিরে ভাঙচুর ও হামলা হয় নাই। দেশজুড়ে বিভিন্ন মন্দিরে হামলা ও হিন্দুদের বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগের প্রতিবাদে আজকের মিছিল ও সমাবেশ।
এসময় সমাবেশ বক্তব্য রাখেন মধ্যনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবল কিরণ তালুকদার, বিধান সরকার,মিঠু তালুকদার, সম্পদ তালুকদার, বিশ্ব সরকার, সুযোগ তালুকদার প্রমুখ।





























