
নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের ধর্মপাশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়।
পরে মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও খেলার মাঠে জাতীয় সংগীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এ সময় সুনামগঞ্জ -১ আসনের এমপি রনজিত চন্দ্র সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অতীশ দর্শী চাকমা,মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন,বীর মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন নুরী, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দসহ উপজেলা আ'লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





























