
মোঃ সোহরাব উদ্দিন মন্ডল
কাশিমপুর,গাজীপুর
নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে কাশিমপুরের চক্রবর্তী এলাকায় গড়ে উঠেছে বিশাল ময়লার স্তুপ।ব্যস্ততম সড়কের পাশে ও সিটি কর্পোরেশন এলাকার এই ময়লার দুর্গন্ধে আশপাশের হাসপাতাল, স্কুল, মাদ্রাসা ও সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিন গিয়ে দেখা যায়,গাজীপুর মহানগরীর কাশিমপুরের ২ নং ওয়ার্ডের চক্রবর্তী স্ট্যান্ডের বিপরীত পাশে চন্দ্রা-নবীনগর মহাসড়কের হাইওয়ে সড়কে ময়লার বিশাল স্তুপের সৃষ্টি হয়েছে।এদিকে এই মহাসড়ক দিয়ে হাজার হাজার মানুষের চলাচল রয়েছে।আবর্জনার পচা দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি প্রতিনিয়ত মহাসড়কের এই স্থান দিয়ে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসযাত্রী,স্কুল,কলেজের শিক্ষার্থী এবং পথচারীদের আর এতে করে বাতাসে নানা ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ায় রোগে আক্রান্ত হচ্ছে স্থানীয় পথচারীরা। কর্তৃপক্ষের অবহেলায় ধীরে ধীরে এখানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে।ময়লার স্তুপ ধীরে ধীরে সড়কের তিন ভাগের দুই ভাগ দখলে নিয়ে নিয়েছে।পথ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় সড়কের এ স্থানে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।এছাড়াও খোলা জায়গায় স্তূপ করা এসব ময়লা আবর্জনার উৎকট গন্ধে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছে,তেমনি চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারীরা। কয়েকজন পথচারী জানান একে তো মহাসড়কের দুই পাশের রাস্তা অবৈধ দোকানপাট বসিয়ে দখল করে রেখেছেন ব্যবসায়ীরা। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েকবার অভিযান চালিয়েও দখলবাজদের হাত থেকে দখল মুক্ত করতে পারেনি।
তার ওপর আবার মহাসড়কের পাশে স্তূপ করা এসব ময়লা আবর্জনার উৎকট গন্ধ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।এতে এলাকার লোকজনের পাশপাশি বাসযাত্রী ও পথচারীদেরকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।এমনকি এই ময়লার দুর্গন্ধে রাস্তায় চলাচলকারী লোকজনকে নাকে রুমাল বা কাপড় চেপে চলাচল করতে হচ্ছে। চন্দ্রা-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় ময়লার ভাগাড়ের ১০০ গজ দক্ষিণ পাশে রয়েছে দেশের অন্যতম সেরা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল।এখানে প্রতিনিয়ত সারাদেশের হাজার হাজার রোগীরা সেবা নিতে আসেন।এদিকে তারা সেবা নিতে এসে সবাই পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে।এছাড়াও মহাসড়কের আশেপাশে রয়েছে দশটির অধিক হাসপাতাল, স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং রয়েছে শত শত শিক্ষার্থী।আনাগোনা রয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের।খোঁজ নিয়ে জানা যায়,গাজীপুর সিটি করপোরেশন ও সাভার এবং আশুলিয়ার বিভিন্ন এলাকায় কাঁচামালের আড়ৎ,মহাসড়কের ওপর কাঁচাবাজার,হোটেল রেস্তোরাঁসহ সব ময়লা আবর্জনা এমনকি বাড়িঘরের আবর্জনা সড়কের ফেলা হচ্ছে।আর এই বর্জ্যে সৃষ্টি হচ্ছে ময়লার ভাগাড়।এখানকার ময়লা আবর্জনা পচে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ করলেও এদিকে কোনো দৃষ্টি নেই কর্তৃপক্ষের। এদিকে সচেতন মহল বলছেন,প্রতিনিয়ত ময়লা আবর্জনা ও দূষিত পানিতে একদিকে মহাসড়কের রাস্তা নষ্ট হচ্ছে অপরদিকে উক্ত স্থানে ময়লা আবর্জনা ফেলে দূষিত হচ্ছে পরিবেশ তাই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জোর দাবি জানান তারা।





























