
উজ্জল হালদার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে পিরোজপুরের নাজিরপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা কমিটির ছয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ এপিল) সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত নাজিরপুর "কালব" অফিস কার্যালয় বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে ৩৩৫ টি কাস্টিং বৈধ ভোটের মধ্যে নিহার রনজন মজুমদার চেয়ার মার্কায় ১৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । এ পদে নিকটতম প্রার্থী শ্যামল কুমার মজুমদার ছাতা মার্কায় ১৫৮ ভোট পান। সহ-সভাপতি তুলসী দাস বড়াল টিউবয়েল মার্কায় ২০৪ পেয়ে নির্বাচিত হয়। সম্পাদক পদে ফুটবল মার্কায় ২০৩ ভোট পেয়ে সুব্রত সমদ্দার বিজয়ী হয়েছেন, নিকটতম প্রার্থী মই মার্কায় ১২৯ ভোট পেয়েছেন রতন লাল বিশ্বাস। কোষাধক্ষ্য গোপাল কৃষ্ণ মল্লিক কলম মার্কায় ১৮২ ভোট পেয়ে বিজয়ী হন। যে কয়জন প্রার্থী বিভিন্ন পদের জন্য প্রতিযোগী হয়েছেন তার মধ্যে সঞ্জয় বেপারী সবচেয়ে বেশি (২১৯) ভোট পেয়ে সদস্য পদে বিজয়ী হয়েছেন এবং পরিমল চন্দ্র বড়াল দ্বিতীয় সদস্য হিসেবে বিজয়ী হন।
জানা গেছে বিগত কমিটির যিনি সম্পাদক ছিলেন তিনি নতুন কমিটিতে হয়েছেন সভাপতি এবং কোষাধ্যক পদটি একইজন রয়ে গেছে। কমিটিতে অন্যান্য সবাই নতুন ।
প্রশাসনিক কড়া নিরাপত্তার মাঝে সার্বিক বিষয় দেখভাল করেন নির্বাচন পরিচালনা সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা । এছাড়া আরও উপস্থিত ছিলেন, কালব "ঘ" অঞ্চলের ডিরেক্টর আব্দুল মান্নান লোটাস এবং বরিশাল ও ঝালকাঠি জেলার ব্যবস্থাপক নাছির হোসেন প্রমুখ।





























