
নাটোরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আজ বুধবার শহরে পরিষ্কার–পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। শহরের নিচাবাজার এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের দায়িত্ব পালন করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, আজ বুধবার সকাল ১০টায় শুরু হওয়া শিক্ষার্থীদের উদ্যোগে নাটোর শহরব্যাপী পরিষ্কার–পরিচ্ছন্ন কর্মসূচি শুরু হয়। কয়েক শ শিক্ষার্থী ঝাঁটা, বস্তা নিয়ে এতে অংশ নেন। শিক্ষার্থীরা নিচাবাজারের প্রায় দেড় কিলোমিটার এলাকা পরিষ্কার করেন।
এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ বলেন, আমরা নাটোর শহরকে সুন্দর রাখতে সাধারণ শিক্ষার্থীরা পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছি। ট্রাফিক নিয়ম মেনে শিক্ষার্থীরা সড়ক সামলানোর দায়িত্ব নিয়েছে। আগামীর সুন্দর নাটোর বিনির্মানে কিছু করণীয় তা–ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে পরবর্তী সময়ে কর্মসূচি হাতে নেওয়া হবে।
এছাড়াও লুটপাট বন্ধে ব্যবসায়ীদের একত্রিত থাকার আহবান জানিয়ে বৈঠক ও সাধারণ শিক্ষার্থীদের মহড়া চলমান আছে বলেও জানান তিনি।
কর্মসূচিতে অংশ নেওয়া নাহিদ আহমেদ ও নাফিস ফুয়াদ সাদ জানান, শহর ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। শহর জুড়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন শিক্ষার্থীরা। এ কর্মসূচি চলমান থাকবে।
স্বপ্রণোদিত হয়ে নাটোর শহরের বিভিন্ন বিদ্যাপীঠের শিক্ষার্থীরাও নিজেদের মধ্যে টিম গঠন করে এসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
নাটোরের সচেতন মহল শিক্ষার্থীদের এসব কার্যক্রমের সমর্থন জানিয়ে পানি, স্যালাইন, খাবার প্রদান সহ বিভিন্নভাবে এগিয়ে এসেছে।





























