
স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর চাটখিলে 'পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩)' শীর্ষক প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদ বিতরণ করা হয়েছে। আজ বুধবার (২২ মে) সকাল সাড়ে ১০ টার সময় চাটখিল উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এই চেক ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় নোয়াখালী-০১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এম.পি।
চাটখিল উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী বলেন, 'এই প্রকল্পের আওতায় নারী শ্রমিকদের দৈনিক মজুরীর ২৫০ টাকার মধ্যে ১৭০ টাকা প্রত্যেক মাসের শেষে নগদ বিতরণ করা হয়েছিল। প্রতিদিন তাদের বাকি ৮০ টাকা জমা রাখা হয়েছিলো। এভাবে ৮০ টাকা করে চার বছরে প্রত্যেক শ্রমিকের ১ লাখ ২০ হাজার টাকার মতো এখানে জমা হয়েছে। নিম্ন আয়ের এসব মানুষের সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করেই এরকম ব্যবস্থা রাখা হয়েছে। এই টাকা দিয়ে যেনো তারা নিজেরা কর্মসংস্থান সৃষ্টি করে আত্মনির্ভরশীল হতে পারে।'
উপজেলার ৯টি ইউনিয়নের ৯২ জন নারী কর্মীর মাঝে এই চেক বিতরণ করা হয়।
টাকা পাওয়া নারী কর্মীরা তাদের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। কেউ গাড়ী কিনে ভাড়া দিবেন, কেউ জায়গা কিনে চাষাবাদ করবেন আবার কেউ মাছ চাষের পরিকল্পনার কথা জানান।
নার্গিস বেগম নামের এক শ্রমিক বলেন, 'আমার থাকার ঘরটা ঠিক করা জরুরি। এই টাকা দিয়ে ঘর নির্মাণ করবো।' আরেক শ্রমিক বিবি আনোয়ারা নামের এক শ্রমিক বলেন, 'আমি কিছু টাকা জমিয়ে কিছুদিন আগে একটা জমি কেনেছি। এই টাকা দিয়ে সেখানে মাছ চাষ করবো।'
প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় নোয়াখালী-০১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম এম.পি বলেন, 'নিজেদের উপার্জিত এই টাকা যেনো সঠিকভাবে ব্যয় হয় সেদিকে খেয়াল রাখবেন। পাশাপাশি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেনো উনাকে নেক হায়াত দান করেন। তিনি যেনো বিভিন্ন প্রকল্প দিয়ে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন এবং আমাদের সমাজে যেনো আরো সচ্ছলতা নিয়ে আসতে পারেন, সে দোয়া করবেন।'
সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন নিম্ন আয়ের এই সকল শ্রমিকদেরকে সামনে সার্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন, এলজিইডি নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী গোলাম মোস্তফা, এলজিইডি নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দপ্তরের নির্বাহী প্রকৌশলী লুৎফর রহমান, এলজিইডি নোয়াখালী জেলার সিনিয়র সহকারী প্রকৌশলী যুগল কৃষ্ণ মন্ডল, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, চাটখিল উপজেলা প্রকৌশলী মোঃ রাহাত আমিন পাটওয়ারী, আরই আরএমপি - ৩ প্রকল্পের ট্রেইনি অফিসার সোমা পাল, চাটখিল উপজেলার কমিউনিটি অর্গানাইজার জনাব ধ্রুব সাহা।





























