
মাসুদ রানা::সুজানগর
পাবনা সুজানগর উপজেলা হাটখালী গ্রামে নিতিশ কুমার রায়ের মেয়ের বিয়েতে পালকিতে আসছিল বর, বর ও মেয়ের ইচ্ছা ছিল পুরাতন ঐতিহ্য ধরে রাখতে পালকিতে চড়ে শ্বশুর বাড়ি যাওয়া, একই গ্রামের অজিত হালদারের ছেলে সুজন বর সেজে সন্ধ্যায় দের শতাধিক বর যাত্রী আসলেও নববধূ শাপলা রায়ের ইচ্ছা পূরণ হলো না, পালকিতে শ্বশুরবাড়ি যাওয়া। ২৩.০৫.২০২৪ বৃহস্পতিবার গভীর রাতে এলাকার দুর্বৃত্তরা পালকি নিয়ে ভেঙে ফেলেছে। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার সন্ধ্যায় গাজনার বিলে পাটের মাঠ থেকে থেকে উদ্ধার করে এলাকাবাসী । এ বিষয়ে এলাকার হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসী আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল রেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন বলেন, ঘটনা জানার পরে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি, অভিযোগ পাইলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।





























