
আল মাসুদ পঞ্চগড় প্রতিনিধি
সময়ের প্রয়োজনে সময় এই স্লোগান নিয়ে গল্পবোনার ১৩ বছর পূূর্ণ করে ১৪ বছরে পা রেখেছে বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাই টিভি চ্যানেল সময় টিভি। আর এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পঞ্চগড়ে সময় টিভির ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্টাবার্ষিকী উদযাপন করেন ৩০১ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজিয়া ইসলাম।
এসময় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তারা সময় টিভির দীর্ঘ এই পথ চলার বিভিন্ন সাফল্য নিয়ে আলোচনার পাশাপাশি বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশন করায় সাধুবাদ জানান। একই সাথে পঞ্চগড়সহ সারাদেশের উন্নয়ন, সম্ভাবনাসহ জনমানুষের কল্যাণে কাজ করারও আহব্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলারের সভাপতিত্বে ও সাংবাদিক লুৎফর রহমানের সঞ্চালনায় পঞ্চগড়ের শিক্ষাবিদ হাসনুর রশিদ বাবু, বাপার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলম, জৈষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সাংবাদিক এ হোসেন রায়হান, সিনিয়র সাংবাদিক সামসুদ্দিন কালাম চৌদুরী, সময় টিভির রিপোর্টার সোহাগ হায়দার, স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম, সাবিবুর রহমান সাবিব, গোফরান বিপ্লব, হারুন অর রশিদ, আব্দুর রউফ, আল-মাসুদ, বজলুর রহমান, শেখ সম্রাট, সাইদুজ্জামান রেজা, ইনসান সাগরেদ, আপেল মাহমুদ, ফাহিমসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।





























