
সাদিয়াত হোসেন: কালিহাতী
টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বাংড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. হাসমত আলী নেতা গণসংযোগ করছেন।
বৃহস্পতিবার (০২ মে) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উপজেলার দুর্গাপুর, দশকিয়া, সল্লা, গোহালিয়াবাড়ী, নারান্দিয়া, বীরবাসিন্দা, পারখী, কোকডহড়া ইউনিয়ন ও কালিহাতী এবং এলেঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে ভোট, দোয়া ও সহযোগিতা প্রার্থনা করেন।
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন টাঙ্গাইলের কালিহাতীতে দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী অংশগ্রহণ করছেন।





























