
মাসুদ রানা, পত্নীতলাঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সদর নতুন হাট ইজারদারের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (১০ জুন) বিকালেএই পশুর হাটে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও পপি খাতুন।
সংশ্লিষ্টরা জানান, নতুন হাট ইজারাদার প্রতিটি গরু ছাগল থেকে সরকার নির্ধারিত টোলের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছে এমন খবরে ইউএনও পপি খাতুন হাটে অভিযান চালান। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে তিনি তাৎক্ষণিক হাট ইজারাদারের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় তিনি ইজারাদারকে অতিরিক্ত টোল আদায় না করার জন্য সতর্কসহ ক্রেতাদের সরকার নির্ধারিত টোলের বেশি টাকা দিতে নিষেধ করেন।
ইউএনও পপি খাতুন বলেন জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।



































