
সাদিয়াত হোসেন:কালিহাতী
রাষ্ট্রীয় মর্যাদায় টাঙ্গাইলের কালিহাতীর বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে’র শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
বুধবার(১৭এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন ও পুলিশের একটি দল উপজেলার বাগুটিয়া উত্তরপাড়া শ্মশান প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানান। এসময় তাঁর কফিনে ফুলেল শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।
এসময় কালিহাতী থানার পরিদর্শক ওসি তদন্ত মনিরুজ্জামান শেখ, মুক্তিযুদ্ধকালীন কোম্পানি কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেকসহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা দিলীপ কুমার দে ৮৫ বছর বয়সে গত মঙ্গলবার রাত ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সরকারি ভাতা পাওয়ার পরও অভাবের সংসারে নানা প্রয়োজনে নেয়া ঋণের কিস্তি পরিশোধের জন্য তিনি বিভিন্ন হাট-বাজার, স্কুলকলেজ, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন বাসস্ট্যান্ডে মানুষকে গান শুনিয়ে মুগ্ধ করতেন।





























