
সাঁথিয়া প্রতিনিধি
সাঁথিয়ায় মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিজয় মিছিল বের করা হয়। আজ বিকালে মিয়াপুর রসুলপুর বনগ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শান্তিপূর্ণভাবে মিছিলটি শেষ হয়।
এ সময় মিয়াপুর রসুলপুর এলাকার বিভিন্ন স্কুল কলেজের বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী, বিভিন্ন শ্রেণীর পেশার সাধারণ জনতা এই বিজয় মিছিলে অংশ নেন। পরে মিয়াপুর হাজী জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা।
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করায় পাবনার বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রী খুশি।





























