
মো: ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। পরে ২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে কুইজ, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইনস্টিটিউটের মুখ্য প্রশিক্ষক আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোয়াজ্জেম।
সভায় মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ মাহবুব-উর-রহমান, মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, মুখ্য প্রশিক্ষক মোহাম্মদ শাপান্তয়াও ইকরাম, অতিরিক্ত কৃষি অফিসার বনানী দেবনাথ, ঊর্ধ্বতন প্রশিক্ষক রোকসানা নাসরিন, অতিরিক্ত কৃষি অফিসার নুসরাত জাহান লোপা, প্রশিক্ষক সৈয়দা জিনাত রেহানা, প্রশিক্ষক ফাতেমাতুজ্জাহারা, প্রশিক্ষক নূর-এ-নাসরিন, প্রশিক্ষক রাজিব সরকার, উপসহকারী প্রশিক্ষক আনছার আলী, উপসহকারী প্রশিক্ষক আর কে এম হেলাল আহমেদসহ প্রতিষ্ঠানের সকল কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।





























