
মো: ফজলুল করিম শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আল আমিনের পরিবার ও তাকে মিথ্যা অভিযোগ দিয়ে একই এলাকার মালয়েশিয়া ফেরত সাজিবুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে হয়রানি ও ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করার অভিযোগে ভাতশালার কানাশাখোলা বাজারে এক মানববন্ধনের আয়োজন করেছে ভুক্তভোগী রেমিট্যান্স যোদ্ধা আল আমিনের পরিবার ও এলাকার লোকজন।
আজ ১৫ এপ্রিল সোমবার সকাল ১১ টায় শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজারের বাইপাস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশ নেওয়া মোছা: বানেছা বেগম নামে এক মহিলা জানান,তার ছেলে বিপ্লব সহ কুঠুরাকান্দা গ্রামের প্রায় ত্রিশ জন যুবক মালয়েশিয়া বৈধ ভাবে কাজ করতে গেছে।আমার ছেলে বিপ্লব সহ সবাই সেখানে ভালভাবে কাজ করছে। তারা নিয়মিত কাজের বেতনও পাঠাচ্ছে। সাজিবুর যে অভিযোগ করেছে তা মিথ্যা বানোয়াট। "
অপর প্রবাসী আলেফ ফকিরের স্ত্রী শান্তি বলেন,আমার স্বামীকে আল আমিন আটকে রাখেনি। তারা সেখানে কাজ করছে।এবং থাকা খাওয়ারও কোন সমস্যা নাই। আমার সাথে নিয়মিত ফোনে কথাও হয়।
মানববন্ধনে অংশ নেওয়া মাহমুদুল হক বলেন, আল আমিন সকল শ্রমিকদের বৈধ পথে মালয়েশিয়ায় কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। সাজিবুর রহমান রিপন আল আমিনের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।এবং পাচ লক্ষ টাকা চাঁদা দাবি করেছে৷আমার ভাগ্নে আল-আমিন এব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।





























