
মাসুদ রানা: সুজানগর(পাবনা)
সুজানগরের দুলাই মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালের দিকে দুলাই মডেল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুলাই মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম শাহজাহান এর সভাপতিত্বে “সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার ” প্রতিপাদ্যের উপর আলোচনা অংশ নেন ইউপি সচিব মোঃ ফজলুল হক, ইউপি সদস্য রহমত আলী খান,আমিরুল ইসলাম এছাড়া বিল্লাল,শহিদুল,ইনামুল সহ অনেকেই উপস্হিত ছিলেন।







































