
সুজানগর প্রতিনিধি:
পাবনা সুজানগর উপজেলা দুলাই ইউনিয়ন ছাত্রজনতার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে তারা খোঁজখবর নেন। তাদের কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তাদের উপর অন্যায় অত্যাচার হচ্চে কিনা , এ বিষয়ে তারা খোঁজখবর নেন।
এসময় হিন্দু সম্প্রদায় জানান আমরা আগেও যেমন শান্তিতে বসবাস করেছি, এখনও ঠিক সেই ভাবেই শান্তিতে বসবাস করছি, এখন পর্যন্ত আমাদের কোন প্রকার সমস্যার সৃষ্টি হয়নি। তারা আরও বলেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এক সাথে শান্তিতে বসাবাস করছি।
ছাত্র-জনতা তাদের মতামতের কথা জানতে চাইলে তারা বলেন আমরা এই দেশের নাগরিক এখানেই জন্ম গ্রহন করেছি এখানেই মরতে চাই।
ছাত্রজনতা বলেন আপনাদের কোন প্রকার সমস্যা বা কেউ কোন প্রকার অত্যাচার নিপীড়ন করলে ছাত্র-জনতাকে জানাবেন।
তারা হিন্দু সম্প্রদায়ের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি বাজার মনিটরিং, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সমাজের কোথাও আইনশৃংখলার অবনতি হচ্ছে কিনা এগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন ।





























