
মাসুদ রানা: সুজানগর
পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব এর বাবার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল (সোমবার) সকাল ১০ টায় ভবানীপুর জামিয়াতু ইব্রাহিম (আঃ) হাফিজিয়া মাদ্রাসা মাঠে প্রাঙ্গণে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত ছিলেন পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, পৌর মেয়র রেজাউল করিম রেজা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উলেখ্য,১৪ এপ্রিল (রবিবার) মরহুম জাহেদ আলী বার্ধক্য জনিত রোগে সন্ধায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।





























