
সোহেল রানা তালতলী প্রতিনিধি :
বরগুনার তালতলী ৬নং নিশান বাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬শে মার্চ) তালতলী উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু স্বাক্ষরিত বিবৃতিতে এ কমিটি ঘোষণা হয়।
কমিটিতে বেল্লাল হোসেন ফারাবীকে সভাপতি,মাইমুন ইসলামকে সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলাম কে সহ-সভাপতি এবং রাকিবুল ইসলাম রাকিবকে যুগ্ন-সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।
এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি মোঃ বেল্লাল হোসেন ফারাবী বলেন, আমরা জাতির পিতার আর্দশ বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে ছাত্র রাজনীতি করি। আর নেতৃবৃন্দ যখন সে অনুযায়ী মূল্যায়ণ করে তখন উৎসাহ আরো বেড়ে যায়। আমি আরো খুশি আমার ইউনিয়ন ছাত্রলীগের প্রতিটি কর্মীর আনন্দ দেখে। ইনশাআল্লাহ আমরা সকলকে নিয়ে একটি সুসংগঠিত ও আদর্শিক শক্তিশালী ইউনিট গড়ে তুলব।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজুল আবেদীন মিঠু বলেন, মাঠ যাচাই বাছাই করে যোগ্যদের সকলের মতামত এর ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। আশা করি নতুন নেতৃত্ব তাদের কর্মের প্রতিফলন দেখাবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি সরোয়ার হোসেন স্বপন বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম নেতৃত্ব নিয়ে আসার চেষ্টা করেছি। বৃহত্তরভাবে ছাত্রসমাজের লক্ষ্য যাঁরা পূরণ করতে পারবেন, তাঁদের আমরা কমিটিতে নিয়ে এসেছি। আমাদের শিক্ষাব্যবস্থার সব অংশের প্রতিনিধিত্ব নিশ্চিত করার চেষ্টাও করেছি।’প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে পদায়ন করা হয়েছে।





























