
ওয়াসিম উদ্দিন সোহাগ (স্টাফ রিপোর্টার)
কিশোরগঞ্জের তাড়াইলে কৃষি প্রণোদনা কর্মসূচি (২০২৩-২০২৪) আওতায় উফশী, আউশ ধানের উপকরণ সহায়তা বিতরণের করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কুষি কর্মকর্তা সুমন কুমার সাহা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আল মামুন। সভায় উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, কৃষি ক্ষেত্রে কারিগরিসহ কৃষি বিষয়ক যেকোন সমস্যা বা ফসলের রোগ বালাই দেখা দিলে আপনারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যারা দায়িত্বে আছেন তাদের কাছে পরামর্শ নিবেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার পরিষদ হলরুমে কৃষকের মাঝে উফশী-আউশ ধান ও সার বিতরণ কর্মসুচির উদ্বোধন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা।উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা জানান, সরকার চলতি বছর তাড়াইল উপজেলার সাতটি ইউনিয়নে ৭৫০ জন কৃষককের মাধ্যমে অর্থাৎ ৭৫০ বিঘা জমিতে উফশি আউশ ধান চাষের লক্ষ্য নির্ধারন করেছে। তারই আলোকে ৭৫০ জন কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ড্যাপ ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।




































